ভোরের নিজস্ব কিছু অনুভূতি রূপ-বর্ণ- গন্ধ আছে ;
সেই রূপ-বর্ণ-গন্ধ মেখে ফুলগুলি ফুটে ওঠে গাছে।
ভোরের নিজস্ব গন্ধে ছন্দ-বর্ণময় হয়ে ওঠে আলো;
ভোরের নিজস্ব গন্ধে এই দেহ-মন হয়ে ওঠে ভালো।
ভালোবাসা নিয়ে আসে ,গন্ধময়-ছন্দময় ভোরবেলা ।
অরণ্যে-পাহাড়ে-নদীতে-সাগরে,চলেএক মহাখেলা।
ভোরের নিজস্ব গন্ধে গাছ ফুল পাখিদের ঘুম ভাঙে;
অরুণ আভায় আকাশ, ভালোবাসার রঙে রাঙে।
ভোরের নিজস্ব গন্ধে আকাশ পূর্ণতায় ভরে ওঠে!
মনের ভিতরে মন,ভালোবাসা হয়ে প্রাণে ফোটে।
ভোরের নিজস্ব গন্ধে ঘাসের বনে জেগে ওঠে ঘাস।
ঘাসের বনে লেখা হয়, সবুজের বর্ণময় ইতিহাস।
ভোরের নিজস্ব গন্ধে ফোটে আলো,মোছে অন্ধকার ;
ভোরের নিজস্ব গন্ধে আনন্দে মাতে জগৎ-সংসার।
--০--