এই বাদল রাতে,ঝড়ের সাথে,
অবশেষে বৃষ্টি নেমে এলো।
বৃষ্টি এলো ধরায় ঝমঝমিয়ে,
বইলো বাতাস এলোমেলো।
মাটি ভিজিয়ে দিল এক নিমেষে,
আষাঢ় দিনের বাদল এসে;
বৃষ্টিতে ভিজেই, এই মন চায়,
হারিয়ে যেতে মেঘের দেশে!
ঝমঝমাঝম বাজছে মাদল,
বৃষ্টি মুখর এই বাদলে;
মাঠ-ঘাট-নদী-বন ও পাহাড়,
স্নানে রত,এই ধারা-জলে।
এই ধারা জলে ভিজে কী আনন্দ,
খুশির জোয়ার বহে প্রাণে!
সেই সুখ-আনন্দ সেই তো বোঝে,
ধারা জলে যে ভিজতে জানে!
বৃষ্টি ধারা ভেজায় তৃষিত মন,
বৃষ্টি ধারা হৃদয় ভেজায়;
মেঘ কড়কড়, প্রবল যে ঝড়,
ব্যাঙের পাড়া, খুশি বেজায়!
--০--