তিনটি অক্ষরে জ্যোৎস্না লিপিবদ্ধ করি;
দুইটি  অক্ষর নিয়ে  লিখে রাখি মেঘ।
চাঁদ লিখি,চন্দ্রাহত রাত -কথা লিখি;
নক্ষত্র লিপিতে লিখি মনের আবেগ।

আবেগের ভিতর  লিখি একে-একে,-
প্রেম -বিরহ আর মনের অতৃপ্ত বাসনা।
অব্যক্ত ভালবাসা ব্যক্ত করে লিখে রাখি,
লিখি হৃদয়ের ভিতরে থাকা অব্যক্ত যন্ত্রণা

দু:সহ যন্ত্রণায় হৃদয়ের কথা বলা হয়।
কথকথা ওঠে আসে এই প্রাণের ভিতর।
স্বপ্নের ভিতরে থাকে শব্দময় নীরবতা ;
নৈ:শব্দ্যের ভিতরে জাগে শব্দ ও অক্ষর।
               ---০---