প্রভাত-সূর্য যেই ছোঁয়ালো হাত,সদ্য ফোটা ফুলে,
তখন আকাশ উঠলো হেসে, জানলা দিল খুলে।
হাসলো জবা-গোলাপ -টগর, যুঁই পড়লো নুয়ে;
রোদ হাসলো আমের পাতা, জামের পাতা ছুঁয়ে।

নীল আকাশ, নীল ছড়ালো,অপরাজিতা নীল মাখে;
প্রভাত আলোয় অপরাজিতা আকাশকে তাই ডাকে।
আকাশ বলে অপরাজিতা, আমি  বলতো কে হই?
অপরাজিতা হেসে বলে, জানি তুমি যে আমার সই!

আকাশ তখন রোদ ছড়িয়ে, নামলো মাটির দেশে;
তুমিও  নীল, আমিও  নীল,  মিতা হলাম অবশেষে।
অপরাজিতা  বলল,  মিতা,আজ হলাম  আমি ধন্য!
আমার দুয়ার থাকবে খোলা,  আকাশ তোমার জন্য।
                    ---০---