ভালবাসা তো এক আগুন-ছোঁয়া খেলা;
আগুন ছুঁয়েই মনের শুদ্ধিকরণ।
এই আগুন ছুঁয়ে সাবধানে পা ফেলা;
নইলে কাঁটায় বিঁধতে পারে চরণ।
ভালবাসা-এক মনের জটিল ধাঁধা,-
পথ-হারানো কঠিন জটিল ধাঁধায়,
বিপথ গামী হলেই আসে নানা বাধা;
হারিয়ে ফেলা পথই তখন কাঁদায়।
ভালবাসা এই মনের গহীন বনে,-
ফুটে থাকা কতো রঙ-বেরঙের ফুল;
এই ফুলের মায়া ধাঁধা ধরায় মনে,
তখনি তো হয় মনের ভিতর ভুল।
এই ভালবাসাই থাকে আগুন ছুঁয়ে,
মন-গভীরে এক জাগায় শিহরণ!
বৃষ্টি-ধারার মতোই পড়ে চুঁয়ে-চুঁয়ে;
মনের ভেতর জাগে আর এক মন।
--০--