দারুণ দাবদাহ, জ্বলছে আকাশ, মাসটা আষাঢ়!
গাছপালা জ্বলছে, পশুপাখি পুড়ছে, এই আষাঢ়ে!
নিদারুণ জ্যৈষ্ঠে, বৃষ্টির দেখা নেই, জলহীন বার্তা;
আষাঢ় এসে গেছে,কোথা গেল মেঘমালা  বর্ষার?
চাতক-মন চায় বৃষ্টির বিন্দু,ধরণী আছে পিপাসায়।
প্রথম আষাঢ়ে  আকাশ মেঘহীন, মনে বাড়ে উদ্বেগ।
মৌসুমি কোথা তুমি? ভূমি চঞ্চল আজ ঘোর তৃষ্ণায়।
ও মেঘ  নিষ্ঠুর!দাঁড়িয়ে রয়েছ ঠায় পাশের জেলাতে। নিম্নচাপএখন খুব দরকার,এসো মেঘ বৃষ্টি নামিয়ে।
এই আষাঢ়ে রিমঝিম  নূপুর বাজিয়ে এসো ও বর্ষা!
                     ---০---