উমা মাকে আনতে গিরিরাজকে
মা মেনকা পাঠিয়েছেন কৈলাশে ।
বলে দিয়েছেন যতো তাড়াতাড়ি,
উমা মা যেন বাপের বাড়ি আসে!
বলেছেন গিরিরাজকে, উমার সাথে, -
এই পূজোয় যেন আসেন উমাপতি ।
বাবা মহাদেব কাজের মানুষ জানি,
কাজে-কর্মে তাঁর হবে অনেক ক্ষতি:
লক্ষ্মী,সরস্বতী,কার্ত্তিক আর গনেশ,
ছুটি কাটাতে যেন আসে মায়ের সঙ্গে ;
হৈ-হুল্লোড়ে ক'টা দিন বেশ যাবে কেটে
আনন্দের শারদ উৎসবে এই বঙ্গে।
কী আনন্দই না হবে চার চারটি দিন!
বাপের বাড়ি আদরিনী উমা এলে।
মনে আনন্দ খুশি সব মায়েরই হয়
ঘরের মেয়ে ঘরেই দেখতে পেলে!
আগমনী ওই শোনা যায় দিকে-দিকে
শুভ মহালয়া এসে নাড়ছে কড়া দ্বারে!
মহালয়ার পরেই দেবীপক্ষের শুরু ,
ঘরে আসেন মা অভয়া,এসো বরি তাঁরে।
--০--