প্রথম যেদিন তোমাকে দেখেছি আমি
বুকের মাঝে এক অসম্ভব ভালোলাগা সৃষ্টি হয়েছিল।
কল্পনা জুড়ে শুধু তোমার কথা ঘোরাফেরা করছিলো।
বুঝিনি এই ভালোলাগা বিষ ব্যথায় পরিণত হবে।
সেদিন থেকে তুমি যেখানেই গিয়েছো
আমার অবুঝ মনটা সেখানেই ছুটে চলেছে।
যে পথে তুমি হেঁটেছো
তোমার পায়ের চিহ্ন কুড়িয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে।
গোধূলির সূর্যাস্তে তোমার মন খারাপ হলে
রাতের আকাশে এনে দিয়েছি শতশত জোনাকির দল।
তখন তোমার মুখে হাঁসি ফুটতো।
বেস জোরে করেই হাসতে,বলতে পাগল একটা।
তোমার প্রতিটা কথা প্রতিটা শব্দ
খুব যত্ন করে রেখে দিয়েছি।
আমি যে সংগ্রহণী।
যার এক চোখে স্বপ্ন আর অন্য চোখে শকুনির দৃষ্টি।