গোধুলি তন্দ্রাঘোরে
সূর্যাস্তের দেয়ালে কার ছায়া পড়েছে??
তুমি কি সেই হারিয়ে যাওয়া প্রেম?
নাকি ঝোড়ো হাওয়ায় ভাসানো একফালি সবুজ গাছের পাতা?অল্প আঘাতেই ক্ষতবিক্ষত চোখে আগুন ঝলসে ওঠে কেনো তোমার??

তুমি কি কুল ভাঙা পাহাড়ের গায়ে ধ্বসে পড়া বিশ্বাস?
নাকি নগরীর বুকে ফেপে উঠা হাহাকার চিৎকার?
অল্প অভিমানে ভালোবাসা বিমুখী চোখে কেনো অশ্রু টলটল??

তুমি কি কোনো ধ্রুবক সমীকরণ?
অন্ধবিশ্বাস কুসংস্কার সস্তা রসিকতা তোমায় আনন্দ দেয় না?
তাহলে তুমি কি চাও,মানুষের অভ্যন্তরে নির্দয় পিশাচ?