সমান অথবা একটু বেশি
ইচ্ছে ছিলো নীল চাদরে ঢেকে
একই রিকশায় বসে শহর দেখবো।
রাস্তার পাশের দোকানীতে বসে
সখের বশে চা খাবো।
ইচ্ছে ছিলো, ঐ যে সবুজ পাহাড়..
হাত বাড়িয়ে মেঘ ছোঁবো।
ঘন কাশবনের অনন্ত সন্ধ্যা হয়ে
তোমার কাঁধে ক্লান্তি ঘোচাব!
তোমার চোখের স্পর্শ মেখে
প্রজাতির ডানায় ভাসবো
দক্ষিণ জানালার পর্দা খুলে
তোমার চুলে ঝড় উঠাবো!
ইচ্ছে ছিলো, তোমারও
ভিন্ন এক স্বপ্নে লুকানো
নীলাদ্রি রূপম খামের সেই
নীল চিঠি দিয়ে জানিয়ে দিলে তুমি।
অবশেষে ভেঙে গেলো সেই নীলকুঠি
জমা হলো কিছু তিয়াসী চোখের কোণে পানি
মুছে যেতে লাগলো আমার ঘরের দেয়ালে
তোমার প্রতিচ্ছবি।
ইচ্ছে ছিলো, তোমারও.. আমারও
শুধু দিক ছিলো ভিন্ন দু'জনারই।