আবার ফিরে এলে জোনাকির দল
সন্ধ্যা পেরিয়ে উঠোন জুড়ে মৃদু বাতাসের স্লান
তোর শাড়ির সবুজ রঙের ছোঁয়া কিছু আলাদীনের প্রলাপ, কপালে জমা মুক্তা দানা ঘাম।
আবার তোর কাঁধে মাথা রেখে দেখবো তাঁরার দল
স্থবিরতা জীর্ণতা করেছে রক্তের দাবানল
খামচে ধরে রাখা কিছু স্বপ্নই শেষ সম্বল
আঙুলের ফাঁকে দূরত্বের পরিমাপ
গিয়েছে আটকে গলায় কথার অভিমান।
আবার পাশে চল,আবার তোর উষ্ণ ঠোঁটে আমায় জানিয়ে দে আহবান।
আবার তোর অলিগলি হেটে ভাঙতে চাই দেয়াল।
আবার সঙ্গে নে আমায়....