তোমার কোথাও আমি নেই
তোমার ঠিকানায় নেই
তোমার পরশে নেই
তোমার ছায়ায় নেই
তোমার ইচ্ছেতেও আমি নেই ৷৷
তোমার কোথাও আমি নেই
তোমার ঐ ঝুল বারান্দায়, যত্নে ফুলের টপ
আমি সে ফুলের পাঁপড়িতে নেই ৷
ঝড়ে যাওয়া ফুলের পাঁপড়ির মত
নিচে পড়ে, অবহেলায় শুকনো কুঁকড়াঁনো অবস্থাতেও নেই ৷
তোমার কোথাও আমি নেই
খুব অযত্নে পড়ে থাকা বইয়ের তাক
সেই তাকে তোমার প্রিয় কবিতার বই হয়ে আমি নেই
কারনে অকারনে ধুলো মুছবে, দু এক চড়ন আবৃত্তি করবে
হাজার বইয়ের মাঝে,একটি বই খুজবে
সেই বইয়ের একটি কবিতা তোমাকে খুব করে হাঁসাবে
দেখ তোমার বইয়ের তাকে, কবিতার বই হয়েও আমি নেই ৷
আমি নেই, তোমার কোথাও আমি নেই
তোমার ঐ যাদুর আয়নাতে দেখ, তুমি দেখ
দূর,বহু দূর পর্যন্ত তোমায় দেখাচ্ছে,শুধু তোমাকে দেখাচ্ছে ৷
সত্যি আমি নেই
তোমার যাদুর আয়নাটার শেষ প্রান্তেও আমি নেই
যেখানে দাড়িয়ে তোমার যাদুর আয়নাটা আমি পরম যত্নে ধরে রাখবো
তুমি তোমার মনের মতো করে সাঁজবে,
আর মনের মানুষকে দেখতে চাইবে, ঠিক ইচ্ছে পূরণের গল্পের মতো ৷
আমি নেই, সত্যি আমি কোথাও নেই
তোমার হৃদয়ে নেই
তোমার স্বপ্নে নেই
তোমার কল্পনায় নেই
তোমার স্মৃতিতে নেই
আর জীবন, সেতো বড্ড বাস্তবতা তোমার কাছে
প্রশ্নই আসে না সেখানে আমার থাকার
আমাকে ছাড়াই যে তুমি পূর্ণ, তাই আমি নেই ৷৷