তোমার কাছে
অহেতুক অহমিকা ৷
আমার কাছে নয়
এটা কোন দাম্ভিকতা ৷৷
হৃদয় আমার ভেঙ্গেছে
বার বার ফিরে গেছে তোমার কাছে ৷৷
হাজার আলোক বর্ষ পেরিয়ে
গ্রহনাপুঞ্জ ও বিলাক হোলের মধ্য দিয়ে ৷৷
সূর্যের খরতাপে নয়
চাঁদের মায়াবি জোছনা আলোতে
গিয়ে ছিলাম তোমার কাছে ৷৷
আমি যোগ্য নয়
আমি নষ্টের কারিগর
দিয়েছ ফিরিয়ে এই বলে ৷৷
আমার ভালোবাসা
যখন প্রখর তর থেকে প্রখর হয়ে
অগ্নিগিরির লাব্র্যার মত
গড়িয়ে তোমার কাছে গিয়েছে
তখনই তুমি দৌড়ে পালিয়েছ
পুড়ে ভস্ম হওয়ার ভয়ে ৷৷
যে ভালোবাসা পুড়াতে পারে না
সে ভালোবাসা, ভালোবাসাই নয় ৷৷
তুমি বুঝনি
আমার হৃদয়ের প্রতিটি কম্পন কি বলে ৷
আমি শুনেছি তোমার
প্রতিটি নিশ্বাসের শব্দ
পড়েছি তোমার চোঁখের ভাষা ৷
ভালো কোন ফুলের আশায়
সুগন্ধতে নিজেকে বিলিন করতে
ছুটে গেছ পৃথিবীর দিগন্তে ৷৷
যখনি দেখেছো
চোঁখের জলের মত
বিশাল পাহারও ঝরনা হয়ে ঝরছে ৷
মস্ত বড় আকাশ
যে রেখেছে ধরে
মহাকালের সাক্ষিতে
সেও জল ফেলে গভীর শোকে ৷৷
তখনি তুমি, আসতে চাইছ ফিরে
পাচ্ছ ভয়, দিচ্ছে বিবেকে বাধাঁ
যাকে দিয়েছি যন্ত্রনা
সে কি নিবে মেনে সকল লাঞ্চনা ৷৷
ফিরে আস তুমি
আমি এখনো আছি
তোমারই কক্ষ পথে ৷৷৷