অনেক দিন রক্তিম সূর্য দেখা হয় না
তাই খুব অবেলায় গিয়েছিলাম, ঠিক সন্ধ্যে নামার ক্ষনে
তোমাকেও আমি পেয়েছিলাম খুব অবেলায়
তবে রক্তাক্ত রক্তিম লাল নয় ৷
ঐ রক্ত জবার পাঁপড়ির মতোও নয়, যে ঝড়ে পড়বে
সূর্য রক্তিম লাল হয়ে, অন্ধকার নামিয়ে আনে
তুমি চলে যাওয়ার সময় কি, রক্তিম রক্তাক্ত লাল হয়েছিলে?
জান !! জান মহারাণী,, আমি এখন অন্ধকারে পথ চলি ৷