আয়রে রাজপথে আয়—
আয়রে রাজপথে আয়—
আয়রে রাজপথে আয়, মিছিল হবে।
হয়তো সফল হবো,
নয়তো জীবন দিব—
অধিকার আদায় করেই ফিরবো তবে!
রক্তে মশাল জ্বালা,
বুকেতে অগ্নিমালা—
আমাদের চোখ রাঙাবে কোন সাহসে?
হয়তো পিষ্ট হবো,
নয়তো জ্বলে রবো—
ধ্রুবতারার মতো করে ইতিহাসে।
জ্বালিয়ে মোমের বাতি,
আয়রে বীরের জাতি—
কাফনের কাপড় নিয়ে আয়রে পথে—
অধিকার আদায় করে,
তবেই ফিরবো ঘরে;
নয়তো রাজপথে আজ কবর হবে একই সাথে।
আয়রে শাবল নিয়ে,
নিজেকে দিই বিলিয়ে;
এখানেই মৃত্যু এলে কবর খুঁড়িস পথের মাঝে।
বুকে নে মৃত্যু শপথ,
তবুও ছাড়বো না পথ—
মগজের কোনায় কোনায় মরণের ঘণ্টা বাজে।