আমি ক্ষুধায় খাচ্ছি না রে-
ক্ষুধা আমায় খায়!
চাচ্ছি খেতে, পাচ্ছি না যে—
চায় না, যারা পায়!
হৃদয়ের কথা বলে উঠি-
বলে উঠি বারবার,
য্যানো কোনো বাঁধা, বাঁধা দ্যায় মোরে-
ফিরে আসি তারচেয়ে বেশিবার!
গ্রাসের কবলে, ত্রাসের রাজ্যে
ক্রমান্বয়ে বেড়ে চলে হার্টবিট!
তারচেয়ে বেশিবার হরতাল করে—
পেটের ভেতর- হাইড্রোক্লোরিক এসিড।
খামোখা হৃদয়- ক্যানো কেঁপে ওঠো?
যাহ্ তো, চিরতরে বন্ধ হয়ে যা!
দেহটাও নাহয় তোদের দিয়ে গেলাম—
নে, ছিঁড়ে ছিঁড়ে খা!