পুড়ে পুড়ে ছাই হয়ে যাই—
বাতাস এলে নাই হয়ে যাই—
শিখে গ্যাছি উড়তে!
তুমি আমায় পোড়াবে!
কবে, কখন, কীভাবে?
আমি তো শিখে গ্যাছি ইচ্ছে মতো পুড়তে!
রঙিন ঘুড়ি, আকাশ, নাটাই—
ইচ্ছে হলে শব্দ সাজাই—
শিখে গ্যাছি লিখতে!
ওসব এখন ভাবি না আর—
দাঁড়ি, কমা— কবিতার!
এখন আমি ব্যস্ত থাকি দগ্ধ হওয়া শিখতে।