আবার আসবে বসন্ত,
পৃথিবী সাজবে, কোকিল গাইবে।
ঝরে পড়া পলাশের স্তুপে খসে পড়বে যৌবনের শিশির।
একমুঠো জ্যোৎস্নার চিরকুটে মোড়া নীল!
আমার শরীর ভেজাবে শিশির।
আরও একবার বসন্ত আসুক—
অপেক্ষার বাঁধ ভেঙে মাঝরাতে ডেকে উঠুক কোকিল।
টুপটাপ শিশিরের শব্দে জেগে ওঠা মুয়াজ্জিনের কন্ঠে;
পূর্বদিকে নিরবতা ভেঙে—
ভেসে আসুক সুমধুর আজানের ধ্বনি।
আমি জীবনে লিখে নেবো সময়ের গান—
ব্যাস্তানুপাতিক জীবনের সুখ!