আগুন লেগেছিলো আমাদের মগজে
তাই শুনি মরনের মন্ত্র।
আমাদের দেহ গুলো পুড়ে যাক,
বেঁচে থাক রোবট আর যন্ত্র!
বাতাসের কাছে পাই সংবাদ—
ভালো আছে মানুষেরা শহরের।
মিশে যাক আমাদের নিঃশ্বাস—
এক কোণে খবরের কাগজের!
তোমরাও বুক করো টানটান
গল্প করো আজ গর্বে!
ছোটলোক যতো আছে মরে যাক—
মরে গিয়ে কী-বা আর করবে!
চৌচির বাতাসের চিৎকার
পুড়ে যাক আমাদের পৃষ্ঠ;
তাতে আর আশে যায় কী-বা কার?
এটাতো আমাদের অদৃষ্ট!
ছাইপাঁশ পুরোনো পড়ে থাক
পুড়ে যাওয়া হাড্ডি ও গোশত!
কুকুরেরা এইসব নিয়ে যাক
আমরাতো পুড়ে যেতে অভ্যস্ত!