তোমরা নাহয় বাধ্য থাকো—
আমরা বরং অবাধ্য হই!
ডমেস্টিক কুকুরগুলো হাড্ডি পেয়ে শান্ত থাকুক—
আমরা বরং রক্তস্নানে পবিত্র হই।
আমরা কারোর টাকায় কেনা শখের কুকুর নই।
তোমরা নাহয় লক্ষ্মী সাজো, আমরা বরং অলক্ষ্মী হই।
হয়তো সবাই ফিরে পাবে সবার অধিকার;
নয়তো সবাই প্রস্তুতি নাও মিছিলে যাবার।
হয়তো এ দেশ মুক্ত হবে, নয়তো আবার যুদ্ধ হবে—
পোষা কুকুর শুদ্ধ হবে, আর দেবো না ছাড়।
তোমরা নাহয় লক্ষ্মী ছেলে,
আমরা বরং অলক্ষ্মী হই!
ডমেস্টিক কুকুরগুলো হাড্ডি চেটে শান্ত থাকুক—
আমরা বরং অগ্নিস্নানে পবিত্র হই।
তোমরা নাহয় বাধ্য থাকো—
আমরা বরং অবাধ্য হই!
হয়তো সবাই ফিরে পাবে সবার অধিকার;
নয়তো সবাই প্রস্তুতি নাও মিছিলে যাবার।
হয়তো এ দেশ মুক্ত হবে, নয়তো পথে কবর হবে—
কেউ পরে থাক, কেউ জিতে যাক; তা হবে না আর।
তোমরা নাহয় শান্ত ছেলে, ঘরে ফেরো;
আমরা নাহয় রাজপথে রই।
তোমরা নাহয় বাধ্য ছেলে—
আমরা বরং অবাধ্য হই!
তোমরা নাহয় বাধ্য থাকো—
আমরা বরং অবাধ্য হই!