মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়,
বেঁচে থাকা, পথ চলা, সবই অর্থহীন মনে হয়,
উদাসীন হয়ে খোলা মাঠে বসে থাকি।
কতজন ফুটবল খেলে।
ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে-
আকাশের রঙ নীল থেকে কালো হয়ে যায়।
সবুজ মাটিতে বসে ঘন তমিস্রায়
চেয়ে দেখি ওই দিগন্তের কালো সীমারেখা।
স্থির হয়ে চেয়ে থাকি দিকচক্রবালে-
যেমন হ্যাংলা ধ্রুবতারা চেয়ে থাকে পৃথিবীর দিকে।
সহস্র অনুভূতিপুঞ্জ বুদবুদ হয়ে উড়ে যায়
ওই আকাশের মেঘের পিছনে।
পশ্চিমে লাল-নীল একাকার হয়ে যায়,
মনের জমাট পাথর হারিয়ে যায় রঙের আড়ালে।