বাঁশি বাজে শোনা যায়
কত দূরে কে জানে,
মন শুধু যেতে চায়
এক ছুটে সেখানে।
মন মোর যেতে চায়
যেইখানে বাঁশি বাজে-
খুঁজে নাহি পায় হায়
কোথা বাজে কেন বাজে।
তারে খোঁজা দিই ছেড়ে,
শুধু সুরে ভেসে যাই-
থাক বাঁশি যতদূরে
সুর সে তো দূরে নাই।
সব ভুলে বসে থাকি
কানে আসে মেঠো সুর,
হৃদমাঝে ছবি আঁকি
মন যায় বহুদূর।
***
বাঁশি বাজা থেমে গ্যাছে
কত আগে কে জানে-
সুরটুকু রয়ে গ্যাছে
হৃদয়ের এককোণে।