ওই দেখ ,কবিকে কেমন যত্নে
খাইয়ে দিচ্ছেন তাঁর স্ত্রী, ফেসবুকে
পোস্ট, তুলনা হয় না প্রমিলা দেবীর।
সালটা ১৯২৯, অ্যালবার্ট হলে
বজ্র কন্ঠে কবি গেয়ে ওঠেন দুর্গম গিরি...
অমনি কাঁধে হাত রেখে নেতাজি বলেন,
এই গানেই ভর করে আমি স্বাধীনতা আনব।
দেশ স্বাধীন হলে কবিকে দেওয়া হবে
জাতীয় কবির সম্মান, আশাবাদী কবিও।
এরপর ১৯৪২, ভারত বিভাজনের প্রতিবাদে
হাতে তুলে নিলেন কলম, ব্যাস
হুমকি, আক্রমণ, বাকরুদ্ধ হলেন কবি
পিঠে আঘাতের চিহ্ন নিয়ে,
আজ বজ্রকন্ঠে একবার বলো,জয় বাংলা……