জানি; সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়।
মানুষ এইভাবেই সিঁড়ি ভেঙে
উপরে উঠে
প্রতিযোগিতার যুগে কত মানুষই না
দিনরাত চেষ্টা করছে সিঁড়ি
ভেঙে উপরে উঠার
কত মানুষকেও দেখছি এ
জীবনে সিঁড়ি ভেঙে উপরে উঠতে।

যে মানুষ গুলো সিঁড়ি ভেঙে
উপরে উঠেছে
সমাজ-সভ্যতায় তাদের নিয়ন্ত্রকের
ভূমিকায় দেখা যায়
বাকিরা তাদের হাতে যেন
খেলার পুতুল।
মানুষের মধ্যে মিশে এই মানুষ গুলো
উপকার করার পরিবর্তে
সুযোগ খোঁজে মানুষকে
নিঙড়ে নেওয়ার,
নিঙড়ায়- নিঙড়ে নেয়।

সিঁড়ি  ভেঙে উপরে উঠা মানুষ গুলো
আসলেই ছোট মনের মানুষ
স্বার্থপর মানুষ, নিজের ছাড়া
এতটুকু অন্যের বোঝেনা, অমানবিক।
আজ সুন্দর পৃথিবী তাদের
জন্য অসুন্দর।