ভুলে যেও না মাতৃভাষা আমাদের বাংলা
নাই বা বলতে পারলে সুন্দর
করে ইংরেজি - হিন্দি,
কেন এত হীন মান্যতা?
বাংলা ভাষা চর্চার বিষয়।
বাংলা মিস্টি মধুর ভাষা।
বাংলা ভাষা দেড় হাজার
বছরেরও বেশি প্রাচীন।
বাংলা ভাষা ধ্রুপদী সাহিত্যের
স্বীকৃতি পাওয়ার যোগ্য।
আচ্ছা, বলতো যা কিছু বাংলায়
ভাব না ইংরেজি- হিন্দিতে?
স্বপ্ন কোন ভাষায় আসে?
মন কোন ভাষায় গুন গুন করে?
হৃদয়ে প্রেম আসলে কোন ভাষায় বলার
জন্য বিহ্বল হয় মন?
আর সম্প্রতি আগ্ৰাসন নীতি, জোর করে
চাপিয়ে দেওয়া?
কোন চোখে দেখ তোমরা আমাদের?
আমাদের একটা রবীন্দ্রনাথ আছে।
আমাদের একটা নজরুল।
আমাদের একটা বিদ্যাসাগর আছে।
আমাদের একটা বিবেকানন্দ ।
আমাদের একটা নেতাজী আছে।
আমাদের একটা দেশবন্ধু ।
এরপরও ষড়যন্ত্র!
লাঞ্ছনা -অবহেলা-অপমান,
মানছি না
মানবো না
মানছি না
মানবো না,
বাঙালি ভাত ঘুম থেকে জাগতে জানে।