কবিকে অপমান হতে দেখেছি আমি
কবিকে অসহায় হতে দেখেছি আমি
কবিকে একটু একটু করে মরতেও দেখেছি

পেটে খিদে নিয়ে কবিতা লেখা যায়
কিন্তু খালি পেটে স্বপ্ন তবু আসে না,
এ কথা জেনেও
হ্যাঁ - হ্যাঁ, এ কথা জেনেও
কবি হাতে তুলে নেয় কলম
বাংলা ভাষাকে আঁকড়ে ধরে বাঁচে,
কলম? বাংলা ভাষা?
হায়!একমাত্র কবিই জানে
অক্ষর ভালোবাসার ফল।