গাছের ঝরা পাতার মতন
তিনশো পঁয়ষট্টি দিন থেকে ঝরে যাচ্ছে
এক একটি দিন,
প্রতিনিয়ত এগিয়ে চলেছি প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে।
খারাপ সময় - মুহূর্ত মনে করে কেন বেঁচে থাকবো?
তারচেয়ে.........
রাত জেগে দেখবো আকাশ
সূর্য ওঠা দেখবো ভোরে,
অন্তরে অনুভব করবো নদীর অনাবিল ঢেউ
গোধূলি বেলায় দেখবো পাখির ঘরে ফেরা,
নিষ্পাপ শিশুর আনন্দের উজ্জ্বলতা দেখবো
গাছের আড়ালে দাঁড়িয়ে দেখবো জ্যোৎস্নার লুকোচুরি।
আর পৃথিবী কতটা সুন্দর দেখতে দেখতে
স্রষ্টাকে জানাবো ধন্যবাদ,
কে জানে কখন
মেঘের মতো মৃত্যু এসে ঢেকে দেবে জীবন !