আমরা,আমরাই সন্তানকে বেশি
আদর স্নেহে বাঁদর বানায়
বাবা-মা,তাই
আবদার মেটাতে হয়
স্বপ্ন দেখি সন্তানের মধ্যে, হার্ট হয়ে ওঠে রক্ত
আমাদের এই দোষ টের পেতে দেয় না মস্ত ভুলটা
ভুল ডুগডুগি হয়ে বাজে কানে

আর আমি দেখি
চার দেওয়ালের ঘর ও
আলাদিনের আশ্চর্য প্রদীপ কাল হয়ে দাঁড়ায় স্পষ্ট
আমি দেখি
হাজার হাজার বাবা মায়ের বাড়ানো হাত তুলে আনতে পারে না তাদের ডাঙায়....