রক্তের রঙ লাল বলে আমি
সোনালী রঙের মদ পছন্দ করি
মনকে তরতাজা রাখে এই পানীয়।

জীবনে কী রঙের প্রয়োজন নেই?
সাতটি রঙের আলাদা আলাদা
মানে আছে জীবনে,তাও জানি।


সব রঙই  মদকে ইশারা করে ;
তাই না?
ডুবে যায় মানুষ , রঙিন হয়।
অতীত ভুলতে চায়
কখনো বা ডুবে।
কখনো বা হয়তো, হয়তো কখনো বা...

রক্তের রঙ লাল বলে আমি
সোনালী রঙের মদ পছন্দ করি,
রক্তে অ্যালকোহল মিশলে নিজেকে
হালকা বলে মনে হয় বাতাসের মতন।