আষাঢ়ে আশা
ধর্ম মানেন সব সাধারণ
শুধু ধারণ অক্ষম কর্মী,
উদ্যাপন আর পালন মাঝে
অসফল বি-ধর্মী।
রূপ-যৌবন ধন-দৌলত
সুয্যিমামার পাটে,
জ্ঞানের আলো ছড়িয়ে দিগন্তে
অসীমে শূন্যে হাঁটে।
রোশনাই আর প্রাচুর্যে যদি
ভোগের উদ্যাপন,
তবে বৈভবহীন নিস্তরঙ্গে
শিক্ষার দীনযাপন।
আশা কোথাও বেঁচে মরে
মরে বাঁচার প্রত্যাশায়,
পাথর চেপে তারও শপথ
ফিরবে মৃত সে ভরসায়।