"ইলিউশন"
....... শান্তনু রায় বর্মন
তোমার মধ্যে তুমিই রয়ে গেলে
ভেবেছি, আমি তোমার মধ্যে ফসিল হচ্ছি।
তোমার সুচারুকার্য কথার ছেদচিহ্ন,
আর হুশ হারানো চোঁখের পাতার নাইল,
এই নিয়ে তুমি আমার গবেষণায় বিষয়
অল্প বৃষ্টিতে- কুশায়ার ভোরের সুন্দরে
সবকিছুর মেলবন্ধনে অভিধানের হারানো শব্দ।
তারপর আজ কতোদিন তোমার আমার বসার
জায়গা এক হতে পারেনি অর্কিড গাছের বাহানায়,
আমার ভেতরে ভাড়া করা ইলিউশন অতিমাত্রায় জানায়
তুমি কী এখন ও এক না বহু বচনে!