তুমি আসবে বলে, আমি পথের পানে চেয়ে, কল্পনার তুলিতে এঁকেছি তোমার বদনখানি।
কোন এক অজানা প্রান্ত থেকে তুমি এসে, প্রণয়ের বার্তা নিয়ে, শোনাবে প্রেমের বাণী।
তাই আজও আমি অধীর আগ্রহে তোমায় ভেবে ভেবে কাটাই সারাটা দিন।
তোমাকে ভাবতেই পুলকে হৃদয়ে জাগে শিহরণ, বুকের মাঝে করে চিন চিন।
তুমি আসবে, কোন এক ফাল্গুনে, বসন্তের কোকিল হয়ে, শোনাবে প্রেমের গান।
আমি তোমার বুকে মাথা রেখে, আকাশের পানে চেয়ে শুনব, তোমায় সপে দিয়ে প্রাণ।
হয়তো তুমি আসবে, শরতের কাশফুল হয়ে, আমার অন্তরে, ছড়াবে অনুরাগের শুভ্রতা।
আমি মনের চাদর বিছিয়ে,স্বপ্নের রঙ্গে রাঙ্গিয়ে, তোমাকে শোনাব, প্রেমের বারতা।
তুমি আসবে নতুন জামাই হয়ে, টোপর মাথায় দিয়ে, তখন সানাই উঠবে বেজে।
আমি লাল বেনারসী পড়ে, ঘোমটা দিয়ে তোমাকে স্বপ্নে বুকে ধরে, থাকব বধু সেজে।
তুমি আমার জন্য গোলাপ, গাদা ও রজনী গন্ধা ফুল দিয়ে, সাজাবে প্রেমের বাসর।
আমি এক বুক ভালবাসা দিয়ে, লজ্জায় মুখ লাল করে দুরুদুরু বুকে করব তোমায় আদর।
দেখবে সেদিন আকাশ বাতাস, করবে ফুর্তি পাপিয়া পলাশ, হাসবে শাপলা ফুল।
আসবে প্রেমের ভরা জোয়ার, সারি সারি ডেউয়ে, ভালবাসার নদী তখন উথলে উঠবে দুকূল।