বিদ্যালয়ে যাওয়ার পথে বট আছে গাছ বায়,
সেই খানেতে বইসা কে যে আমার দিকে চায়,
আমি আড় চোখে তাকিয়ে দেখি সে গুনগুনিয়ে গায়,
তা দেখিয়া আমার বুকের নিশ্বাস বেড়ে যায়,
এখন কি করি উপায়, সখি কি করি উপায়।
পড়নে তার রং চাটা জিন্স, গায়ে রঙ্গিন শার্ট,
তার দিকে তাকালে আমার বারি মারে হার্ট,
সখি, বারি মারে হার্ট।
আমার পা দুখানি অবশ হয়ে আগাতে না চায়,
আমি উদাস মনে চলতে গিয়ে পায়ে হোচট খাই,
এখন কি করি উপায়, সখি কি করি উপায়।
একদিন আমি দেখি তাহার হাতে ধরা বাঁশী,
আমার দিকে তাকিয়ে মুখে মুক্তা ঝরা হাসি,
চেহারায় তার রুপের ঝলক বিচ্ছুরিত নুর,
ফু দিয়ে সে বাঁজায় বাশী অন্তর কাড়া সুর,
তা শুনিয়া কখন আমার হৃদয় গেছে ফেঁসে,
জানিনা কখন তাহার প্রেমের নদীতে গেছি ভেসে,
চেষ্টা যতই করি আমার ফেরার উপায় নাই,
এখন কি করি উপায়, সখি কি করি উপায়।