হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
যার নেতৃত্বে এই দেশ,
স্বাধীন হয়েছে সোনার বাংলা
শত্রু করেছে শেষ।
দেশের জন্য জেলে গিয়েছেন
তবুও মানেননি হার,
ভালবেসে দেশকে শত্রুর বিপক্ষে
গর্জে উঠেছেন বারবার।
তার আহবানে বাংলার মানুষ
ঝাপিয়ে পড়েছে যুদ্ধে,
বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে
পাক হানাদারদের বিরুদ্ধে।
তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে
দেশ হয়েছে মুক্ত,
বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক এক নতুন দেশ হয়েছে যুক্ত।
ভালবেশেছিলেন দেশের মানুষকে
বিশ্বাস ছিল অন্ধ,
সবার প্রতি ছিল সমান ভালবাসা
কারো সাথে ছিল না দ্বন্দ।
ভালবেসে দেশকে পেয়েছেন তিনি
জাতির পিতার সম্মান,
বঙ্গবন্ধু নামে সবার ভালোবাসায় তিনি হয়েছিলেন কীর্তিমান।
তার মর্যাদা সহ্য করতে পারেনি
মির্জাফরের বংশ,
গোপনে নির্মমভাবে হত্যা করেছে
করতে চেয়েছিল নির্বংশ।
জাতির পিতাকে শহীদ করেছে
নিমক হারামের দল,
থামাতে পারেনি দেশের অগ্রগতি
কমাতে পারেনি বল।
শত্রুর আঘাতে দুনিয়ায় ছেড়ে
চলে গেছেন পরপারে,
রেখে গেছেন তার মহান আদর্শ
বাংলার ঘরে ঘরে।
স্বাধীন বাংলার স্থপতি তিনি
আছেন সবার অন্তরে গাথা,
শ্রদ্ধাভরে স্মরণ করি তোমাকে
মহান হে জাতির পিতা!