আজ সেই রজনী!
যার অপেক্ষায় কেটেছে মোর,
বছরের পর বছর,
দাড়িয়ে রাস্তার উপর,
আশায় কেটেছে প্রহর,
খুজেছি প্রান স্বজনী।
তুমি আসবে বলে,
আমি একটি গোলাপ হাতে,
কতযে ঘুরেছি রথে,
গিয়েছি নির্জন মাঠে,
আমি হেটেছি পথে ঘাটে,
খুজেছি শপিংমলে।
তোমাকে পাবার নেশা,
আমায় হারায়ে দিছে দিশা,
যাকে দেখেছি সুরুপা,
ডেকেছি ভালবেসে,
ভর্ৎসনা করেছে রোষে।
কষ্টে হারিয়েছি ভাষা।
আজ সেই রাত,
যার জন্য গুনেছি দিন,
সয়েছি কত অপমান,
ফেলেছি চোখের পানি,
ভেবেছি কত বাণী,
জেগেই হয়েছে প্রভাত।
আমি কি জানতাম আগে?
আমার জন্য গুনছে প্রহর,
এক সুন্দরী বছর বছর।
বলেছে থাক ধৈর্য্য ধরে,
আমি আসব তোমার ঘরে,
বাসর সাজিয়ো অনুরাগে।
আজ আমার পাশে প্রিয়া,
লাল বেনারসি পরিধান করিয়া,
বসে আছে ঘোমটা দিয়া,
গাইছে যে গান সেজে বধু,
সুরে যেন তার রয়েছে মধু,
আনন্দে মোর সিক্ত হিয়া।