আর মনে পড়ে না,
প্রিয়া, তোমাকে আর মনে পড়ে না,
কেন মনে পড়ে না তাও জানি না।
শুধু মনে পড়ে অতীতে সেই স্মৃতি,
যা ঘুরিয়ে দিয়েছে মোর জীবনের গতি।
আমি ছিলাম এক গ্রামের সহজ সরল ছেলে,
যাচ্ছিল সময় আমার পড়ালেখায় আর খেলে।
স্বপ্ন ছিল জীবনে মানুষের মত মানুষ হবো।
গরিব বাবা মায়ের জীবনের দুঃখ
কষ্ট ঘুচাব।
সবই ঠিক ছিল, লেখাপড়া ঠিক ঠাক চলছিলো,
হঠাৎ একটি চিঠি মন করে দিল এলো মেলো।
আমি ঘুমাতে পারিনি সেদিন সারারাতে।
সারারাত ভেবেছি তোমায় নিয়ে সেই চিঠি হাতে।
বিবেক বারবার বাধা দিয়েছে যাসনে বিপথে।
বিবেকের কাছে হেরে হাত রেখেছি তোমার হাতে।
তারপর শুরু হলো জীবনের এক রোমাঞ্চকর অধ্যায়।
মানুষ হবার পথ তখন তিলে তিলে হয়েছ ক্ষয়।
তোমাকে নিয়ে দেখেছি শুধু জীবনের রঙ্গিন স্বপ্ন।
প্রেমের স্রোতের গা ভাসিয়ে হলাম আমি মগ্ন।
আর এদিকে আমার লেখাপড়ার গেলো সব ভেস্তে।
সাথে এলাকায় দ্রুত বদনাম ছড়াচ্ছিল আমার অজান্তে ।
সবকিছু এড়িয়ে গিয়ে আমি তোমার প্রেমে দিওয়ানা।
তুমি আমাকে না দেখে এক মুহুর্ত থাকতে পারতে না।
হঠাৎ কি হলো তোমার তুমি এসে একদিন।
বললে এসে ভুলে যাও তুমি যা হয়েছে এতদিন।
আমি অবাক বিস্ময়ে তোমার দিকে তাকিয়ে থাকি।
কি বলছ তুমি, এত দিনের ভালোবাসা সবই কি ছিল ফাঁকি?
ইয়ার্কি করোনা প্রিয়া তোমাকে ছাড়া আমি বাঁচব না,
কি হয়েছে বল, আমি কোন ভুল করলে তুমি করিও মার্জনা।
উত্তর দাওনি চলে গিয়েছ ফেলে দুফোঁটা চোখের পানি।
বুক ফেঁটে আমার কান্না এলো দেখে তোমার চাহনি।
এর পর আমি কতদিন যে ভাসিয়েছি বুক চোখের জলে,
অন্তর জলে ছারখার হয়েছে না পাওয়ায় অনলে।
তারপর আর বসাতে পারিনি অধ্যবসায় মন।
পাগলের মত এলোমেলো ভাবে কাটছিল মোর জীবন।
আমার জন্য কেদে কেটে চিন্তায় আমার মা,
আল্লাহর কাছে মানত মানছে, পড়ছে দোয়া কালমা।
একদিন মা হঠাৎ এসে বলল রেডি হ তাড়াতাড়ি,
অসুস্থ নানাকে দেখতে আমায় নিয়ে গেল নানা বাড়ি।
সেখানে দেখি সারাবাড়ি সাজানো রঙ্গিন সাজে।
শুনিলাম সেখানে মামাতো বোনের বিয়ের সানাই বাজে।
বিয়ের কন্যা সাজিয়ে রেখেছে কখন আসবে বর।
সন্ধ্যা বেলা নানা শেরুয়ানী এনে বলল, আমায় পড়।
মানে কি, চারদিক দেখি পড়ছে হাসি রোল।
বর জানে না আজকে তার বাজছে বিয়ের ঢোল।
আমি তো চিল্লায়ে বল্লাম কি হচ্ছে এসব মা।
আজকে তোমার বিয়ে দোহাই বাবা অমত করিও না।
তোমার কথা মনে পড়তেই চোখ ভরে গেল জলে,
মায়ের কথা উপেক্ষা করিতে পারিনি কোন ছলে।
বাসর ঘরে পাশে নববধু মোছে আমার অশ্রুজল,
পলক পড়তেই দেখি তার চোখ করছে ছলছল।
আমি তাকাতেই দেখি সেকি তার আহ্লাদী কান্না।
ভুলিয়ে দিল আমার জীবনের সব অন্তর্বেদনা।
তারপর আর প্রভাব ফেলেনি জীবনে অতীতের ঘটনা।
কেটেছে কয়েক বছর, এখন আর তোমাকে মনে পড়ে না।