করেছি স্বাধীন গড়ব দেশ
আমার সোনার বাংলাদেশ।
হানাহানি নয় মারামারি নয়
হাতে হাত রেখে বুকে বুক রেখে
সবাই আমরা মিলে মিশে
ন্যয় অন্যায়ের নীক্তিতে মেপে
দুর্নীতি করে শেষ,
এসো আজ মোরা নতুন করে গড়ি
সোনার বাংলাদেশ।
এদেশের মাটিতে জন্ম মোদের
সবাই মোরা ভাই ভাই
সবাই মানুষ এদেশের সন্তান
কারো মাঝে ভেদাভেদ নাই,
অতীতের কথাগুলো আর না ভেবে
হিংসা বিদ্বেশ সবকিছু ভুলে
বুকের সাথে বুক মিলিয়ে
এসো আজ মোরা সবাই মিলে
নতুন করে গড়ি
সোনার বাংলাদেশ।
বুকের তাজা রক্তে গড়া
সোনার বাংলা
ধংসযজ্ঞে পরিণত হবে
এটাতো কাম্য না,
এর জন্য কি জীবন দিয়েছে
আবু সাইদেরা,
এর জন্য কি আন্দোলন করেছি
ছাত্র জনতা
আমরা চেয়েছি বৈষম্য বিরোধী
সোনার বাংলা
আমরা চেয়েছি স্বাধীনভাবে বাঁচার অধিকার
সেটাই যদি না থাকে সকলের
কি লাভ এ স্বাধীনতার?
উষার আলোয় এসো আজ মোরা
গড়ি স্বাধীন বাংলাদেশ।