মোবাইল টিপে টিপে টিকটকে ব্যস্ত,
আজেবাজে ভিডিও দেখে নেশাগ্রস্ত।
সারা রাত গেম খেলো আর দেখো সিনেমা,
চোখে জোতি কমে যায় চোখে পড় চশমা।
শেষ রাতে ঘুমিয়ে জাগো দুপুর বারটায়,
তার পর ফ্রেশ হয়ে বন্ধুদের আড্ডায়। খাচ্ছো আর বেড়াচ্ছো নেই কোন চিন্তা,
ঘুরে ফিরে বেরিয়েই কেটে যায় দিনটা।
পিতা মাতা মুরব্বিদের কর নাক সম্মান,
গুনীমানি লোকেদের যত্রতত্র অপমান।
নেশা করে পড়ে থাক নেই কোন ভাবনা,
নারী নিয়ে মেতে থাকা নিত্যকার ঘটনা।
ধর্মের কর্মে কখনো নেই কোন মনোযোগ,
ভালো কাজে কোন দিন নেই কোন উদ্যোগ।
গড্ডালিকায় গা ভাসিয়ে কেটে যায় দিন,
যাচ্ছেতাই করে জীবন চালাও মূল্যহীন।
জাননা সারাক্ষণ দিচ্ছ নিজেকে ধোকা,
জীবনটা যেন এক উদ্দেশ্যহীন পোকা।
এভাবে চলে যাচ্ছে মূল্যবান সারাটা জীবন,
কখনও কি ভেবেছ আসবে একদিন মরন।
পরকালের চিন্তা কখনো আননি ভাবনায়,
একদিন মরে যাবে তখন করবে হায় হায়।
পাপাচারে লিপ্ত হয়ে নিজেকে ভেবেছ ধন্য,
শেষ বিচারের দিনে তাই থাকবে না পূণ্য।
ন্যয়ের পথে জীবন গড় পাবে শান্তির পথ।
পরকালে পেয়ে যাবে স্বর্গ সুখের রথ।