একটি দাবী, কোঠা!
পুরনো দাবীর নতুন উত্থান।
আন্দোলনে ছাত্রের ঢল, মিছিল আর মিছিল।
একটি ক্ষুদ্র উক্তি, রাজাকারের নাতি নাতনী।
তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!
শ্লোগানে মূখরিত সারা দেশ।
নিরস্ত্র একটি বুকে গুলি,
মানুষের আফসোস, অদম্য সাহস,
তারপর? লাশের পরে লাশ।
শেষটা ইতিহাস।