বাবা আজ নেই, ছেড়ে গেছে এই সুন্দর বসুন্ধরা,
মাঝে মাঝেই বাবার স্মৃতি মনে মাঝে দেয় সাড়া।
মনে পড়ে আজ, ছেলেবেলায় বাবা এসে ঘরে,
আমায় দেখে বলতো, "আমার আব্বুজানটা কোরে?"
"আব্বু এসেছে" বলেই দৌড়ে যেতাম কোলে,
আদর করে চুমু দিত, শান্তি পেতাম দিলে।
বাজার থেকে এনে দিত হরেক রকম খাবার।
খেলনা কিনে দিতে হবে, বায়না ধরতাম আবার।
পকেটে নেই টাকা, রাখতে ছেলের আব্দার,
খেলনা কেনার টাকা জোগাতে করতে হতো ধার।
মনে পড়ে কোন একদিন আমি দুরারোগ্য রোগে,
মুমূর্ষু হয়ে পড়েছিলাম অনেক ভুগে ভুগে।
বাবা আমায় বুকে নিয়ে শুয়েছিল সারাদিন,
নীরবে চোখের পানি ফেলেছিল, বাজে বুঝি মরন বীণ।
সেদিনের স্মৃতি আজও আমার মনের মাঝে ভাসে,
কত যে আদর করিত আমায়, কত যে ভালবেসে।
এত ভালবাসা, এত আদরস্নেহ সবকিছু ফেলে শেষে,
আমায় ছেড়ে ঘুমিয়ে আছে নীরব কবর দেশে।
আল্লাহর কাছে মোনাজাত করি, আমার বাবার তরে।
বেহেশতের শান্তি বর্ষণ করিও বাবার কবর ঘরে।