আর যেন কখনো না হয় পরাধীন আমাদের এই দেশ,
সর্বদা সবাই সতর্ক থেকো শত্রু করিতে শেষ।
রুখে দাঁড়াও বাংলা জনতা আজ বুকে নিয়ে বল।
এদেশ নিয়ে কেউ যেন কখনো করতে না পারে ছল।
এদেশ আমার এদেশ তোমার বুকের রক্তে গড়া,
এদেশ নিয়ে কেঊ খেলতে চাইলে তার জবাব হবে কড়া।
আমার ভাইয়ের রক্তে রঞ্জিত এই লাল সবুজের দেশ,
আর যেন না আসে কোন স্বৈরাচার ধরিয়া সাধুর বেশ।
কপালে পট্টি গায়ে চাদর চোখে কান্নার ঢল,
সহজ সরল জনতা তখনও বুঝেনি তাহার ছল।
ছল করিয়া মসনদে বসিয়া চালাবে ধ্বংসযজ্ঞ,
আগে বুঝিনি এখন সবই বুঝি আর নই মোরা অজ্ঞ।
স্বৈরাচারের পতন হয়েছে, ভেবোনা সব শেষ,
ওদের দোসর আছে মিশে ধরিয়া সাধুর বেশ।
ঘুষ দুনীতি রুখতে সবাইকে জাগিতে হবে একসাথে,
টাকা ইনকাম আর যেন কেউ করিতে না পারে কাল পথে।
টাকা পাচারের পথ বন্ধ করিয়া দেশের জন্য ভাব,
তাহলে দেশর উন্নতি হবে আমরা শান্তি পাব।
আজোও দেশে উকি মারিতেছে খাদক হায়েনার দল,
করিতে দখল আবার এদেশ করিতেছে নানা ছল।
এসো আজ মোরা প্রতিজ্ঞা করি রক্ষা করিতে দেশ,
আর যেন না আসে স্বৈরশাসক চাপিয়ে ধরিতে গন্ডাদেশ।