সেই ছোটবেলায় একসাথে খেলেছি, গেঁথেছি ফুলের মালা,
আম কুড়ায়ে মরিচ লবণ দিয়ে খেয়েছি বেলা অবেলা।
বিলের জলে সাঁতার কেটেছি তুলেছি শাপলা ফুল।
ছেড়া কাপড় পেঁচিয়ে রং বেরঙের তৈরি করেছি পুতুল।
খুটিমুছি দিয়ে পুতুল খেলিতে সেজেছি জামাই বউ।
তখনও ভাবিনি তোমার জন্য হৃদয়ে উঠবে প্রেমের ঢেউ।
খেলার ছলে গলায় পরিয়েছি বকুল ফুলের মালা,
কখনো বুঝিনি হারিয়ে যাবে সেই আনন্দ সুখের খেলা।
ধনী গরিব পারিবারিক বৈষম্য বুঝতে পারিনি আগে,
তাইতো মনের অজান্তেই তোমাকে খুব প্রাণ প্রিয় লাগে।
কত যে আপন ভেবেছি তোমায় সবই যে ছিল ভূল,
জেনেছি যখন তুমি চলে গেলে মোর বুকে বিঁধিয়ে শূল।
তুমি হয়ে গেলে অন্যের আর আমি হয়ে গেলাম পর।
এখনও সেকথা ভাবলে আমার বুকের মাঝে করে ধর ফর।
খুব কেঁদেছি সেদিন আমি ঘুমাই নি সারারাত,
এ জীবন রেখে কি হবে যেখানে তুমিই ছেড়ে দিলে হাত।
আজও বেচে আছি তোমাকে ছাড়া আরেকটি হাত ধরে,
অনেক সুখেই আছি মোরা তোমাকে আর যেন মনে না পরে।