আজি এ বসন্তে দক্ষিণা বাতাস হৃদয়ে দেয় দোলা,
ফুলের সুবাসে চারদিকে সবার মন যে হয় উতলা।
মাঘের কুহেলিকা নিয়েছে বিদায় শান্তির বাতাস বয়,
ভাল লাগা এক সুখের পরশ মনের মাঝে বয়ে যায়।
আম্রকাননে গুনগুন করে গাহিছে ভ্রমরা গান।
কোকিলের ডাকে বারেবারে যেন নেচে উঠেছে প্রাণ।
সবুজ পাতার ঘন পল্লবে ভরে যায় বাংলার বুক,
রাতের আধারে তারার মেলায় নয়ন জুড়িয়ে পাই সুখ।
পুর্ব দিগন্তে উষার রবি ছড়িয়ে দেয়
আলো,
দূর্বা ঘাসে শিশির প্রদীপ নয়ন জুড়িয়ে দিল।
বসন্তের বরনে ললনারা আজ গাহিছে আগমনী গান,
মাথায় গাদা আর বাসন্তী শাড়িতে নাচিছে মনপ্রাণ।
নব সাজে আজ ভরে উঠেছে সারা বাংলার বুক,
এত মাধুরিতে নয়ন জুড়িয়ে পাই কত যে সুখ।
এত অপরুপ রুপের মাধুরিতে সাজিয়ে  রংঙ্গিন বেশে,
ঋতুরাজ বসন্ত এল আজকে আমার প্রিয় এই দেশে।