আল্লাহ করেছে তোমায় কোটি কোটি টাকা দান,
যা ভোগ করবে শুধু তোমার স্ত্রী ও দুটি সন্তান,
তাতে তোমার হয়নি মনের সন্তুষ্টি,
তুমি গরীবের টাকা করলে চুরি,
নিজ ব্যাংক একাউন্টকে বানালে টাকার পাহাড়,
চাহিদা মেটেনি তাতে, ব্যাংকে করলে ধার,
নিশ্বাস বন্ধ হলেই আর ভোগ করতে পারবে না,
অথচ যাদের অধিকার ছিল তারা পেল না।
ওরা কি মানুষ না?
তুমি আজ অনেক ধনী,
টাকা তোমার কাছে মনে হয় শুধুই পানি,
তোমার আছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান,
হাজারো শ্রমিক করছে কাজ, সপে দিয়ে প্রাণ,
বেশী চাহিদা তাদের নেই, শুধু সামান্য বেতন যেন পায়,
অথচ তাদের দ্বারা করছ কোটি কোটি টাকা তুমি আয়,
তাদের দিলে সামান্য, যা দিয়ে তাদের সংসার চলে না,
মাঝে মাঝেই তাদের অধিকার সামান্য বেতন, সেটাই দিলে না।
ওরা কি মানুষ না?
তুমি রেস্টুরেন্টে গিয়ে করছ রসনা বিলাস,
মুখরোচক খাবারের কাছে হয়ে যাচ্ছ দাস,
বিল দিচ্ছ হাজারো টাকা হাসি হাসি মুখে,
শত টাকা বকশিশ দিচ্ছ টেবিলের বেয়ারাকে,
অথচ ফুটপাতের সস্তা সদাই কিনতে গিয়ে তুমি
গরীব দোকানীর সাথে তুমি করছ দামাদামি,
যাদের সামান্য ব্যবসার আয়ে সংসার চলে না।
ওরা কি মানুষ না?