বন্দি হয়ে থাকবনা আর

         ঘুরব দেশে দেশে

বিশ্বটাকে করব জয়

         বাতাসে ভেসে ভেসে

জানবো আমি বিশ্বটাকে

          জানব আমি সব

শুনব আমি পাখির কথা

          শুনব পাখির রব

বিশ্বটাকে দেখব আমি

         মেলিয়ে দিয়ে আঁখি

জানার জন্য রাখবনা আর

         কোনোকিছু বাকি