সময় বয়ে যায় স্রোতস্বিনীর মত,
কালের মহিমা।
যদি এই সময়ের অঙ্গুলি হেলনে,
আর সমাজের দ্বারা প্রযুক্ত ক্ষয়,
তোমায় বানিয়ে তোলে সুদৃঢ়?
গড়ে তোলে তোমায়,
এক অসামান্য যোদ্ধা হিসেবে?
কিংবা ধরো, যদি তুমি হয়ে ওঠো,
এক অসাধারণ প্রতিকৃতি?
ন্যায়ের, দয়ার, বা বুদ্ধিমত্তার?
যদি আজকের এই পরিহাসটাই
কাল তোমায় বানিয়ে তোলে
তোমার মনের মতন?