ফ্লুরোসেন্ট আলো উপচে পড়ে রাস্তায়,
জেগে ওঠে আমার মফস্বল
আকাশ জুড়ে তারাদের ফিসফাস
দূর দিগন্তে ধানক্ষেত।
হাটবারের বাচাল বাজার
মিশে যায় মাছের গন্ধে, কচুশাকে
গর্জন করে ট্রেকারের কলকব্জা
মিষ্টির দোকানে মাছিদের আনাগোনা
সরু রাস্তার পাশে সারি সারি দোকান,
সদাজীবন্ত, উত্তেজিত
রোববারের মাংস কেনার ভিড়ে,
শীতকালের মিঠে রোদে
উচ্ছল এই মফস্বলকে
আমি ভালবাসি।
সন্ধেবেলায়,
ট্রেন থেকে নেমে হাঁটা দেওয়া লোকগুলোও
হয়তো ভালোবাসে, তাই থেকে গেছে।
ক্যাফে র ছাদে সূর্যাস্ত,
বা চড়ক উৎসব, বাদ যায় না কোনোটাই।
এক বৃষ্টিভেজা দিনে, তাই বেরিয়ে পড়ি,
অজানা উদ্দেশ্যে,
মাঠের পর মাঠ, সবুজের পর সবুজ
তার মাঝে আমার মফস্বল,
আমার ভালোবাসার মফস্বল।।