কতো না ক্লান্ত
আমার বাংলা,
আঁচড় লেগেছে গায়ে,
ছোট্ট শিশুটা ঘুরে বেড়াচ্ছে
খালি গায়ে, খালি পায়ে
যেখানে জন্মে সুভাষচন্দ্র,
আশুতোষ, ক্ষুদিরাম,
সেই বাংলা ই ক্ষত বিক্ষত,
ঘুম নেই, নেই আরাম।
আমার বাংলা গর্জন দিত
সাতসমুদ্র পার,
আমার বাংলা ফের হেরেছে,
মাথানিচু আবার।
আমার বাংলা রবীন্দ্রনাথ,
জীবনানন্দ দাশ,
আমার বাংলা লাল মাটি,
নীল আকাশ, সবুজ ঘাস।
যেই বাংলায় কাদম্বিনী,
জন্মেছিল আগে,
সেই বাংলায় নরপিশাচরা,
ছিঁড়ে খেলো আজ তাকে।
আমার বাংলা আমার কাছে,
মায়ের সমতুল্য,
আজ এখানে ১০ লাখ টাকা,
একটি প্রাণের মূল্য।
তবে,
রাতের পরেই সূর্য ওঠে,
চোখ ধাঁধিয়ে আলো,
গ্রামেগঞ্জে প্রতিবাদ হোক,
সবাই আগুন জ্বালো,
জেগে ওঠো বাংলা আমার,
জানি যে কি চাও,
স্বৈরাচারী শাসক,
তুমি এবার তফাৎ যাও,
স্বৈরাচারী শাসক,
তুমি এবার তফাৎ যাও,
স্বৈরাচারী শাসক,
তুমি এবার তফাৎ যাও।।