যদি এক সন্ধ্যায়,
হাজার ব্যস্ততার মাঝে,
তোমার কাছে দাবি করে বসি
ভালোবাসার,
তুমি ফিরে যাবে না তো?
যদি একদিন আবদার করে বসি
একটুখানি আদর,
তোমার চোখের কোণের কাজল,
তোমার রাগ হবেনা তো?
তোমার হাজার কথার মাঝে,
যদি একটু ঠাট্টা করি
তুমি কি শাড়ির আঁচলে
মুখ লুকিয়ে
হাসবে মিটিমিটি?
যদি মনখারাপের দিনে,
তোমার চিবুক হাল্কা ছুঁয়ে,
গালের নরম দুঃখগুলো সরিয়ে দিই,
সেদিন চাইবে আমার দিকে?
পড়বে কি, মন দিয়ে, আমার তোমাকে পাঠানো,
নীল কালির উড়ো চিঠি?