আমার জিবন । যেন ঝারা পাতা
আমার  কবিতা  আমার খাতা।
সব থেকে ।যাবে।
সুধু ছাই শুধু ছাই
। বাতেসে মিসে ।যাবে।
মন ।টার কি হবে  ?
।মন কি ।হাসিবে
।লেখা কি মরিবে ?
শুধ...   হাসি .........শুধু কান্না...।।
শুধু  ।কবিতা ......।।
আমার জিবন । যেন ঝারা পাতা
আমার  কবিতা  আমার খাতা।